সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ
সিরিয়া ও ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন বিশিষ্ট ইরানের পারমাণবিক বিজ্ঞানী ও উপ-প্রতিরক্ষামন্ত্রী মোহসেন ফখরিজাদেহে হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন হামাস। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ ও হামাস পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া শনিবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফকে টেলিফোনে এই হামলার নিন্দা জানান। পৃথক টেলিফোন কথোপকথনে মিকদাদ ও হানিয়া ইরান সরকার ও জনগণের প্রতি সিরিয়ার ও ফিলিস্তিনি জনগণের পক্ষে ইরানি পারমাণবিক বিজ্ঞানীর শাহাদাত নিয়ে সমবেদনা জানায়। এর আগে ফখরিজাদের হত্যার নিন্দা জানাতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফকে টেলিফোন করেছিলেন। এক বিবৃতিতে তুরস্কের সংসদের স্পিকার ইরানি পারমাণবিক বিজ্ঞানী ফখরিজাদেহে হত্যার তীব্র নিন্দা জানিয়ে এটিকে “সন্ত্রাসী আক্রমণ” বলে অভিহিত করেছেন।
ইসমাইল হামাসের পলিটব্যুরোর প্রধান
বিশিষ্ট ইরানি পারমাণবিক বিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রকের গবেষণা ও উদ্ভাবনী সংস্থার চেয়ারম্যান মোহসেন ফখরিজাদেহ শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। সশস্ত্র সন্ত্রাসীরা তেহরানের অদূরে দামাভান্দ কাউন্টির অ্যাবসার্ড শহরে একটি রাস্তায় ফখরিজাদেহকে বহনকারী একটি গাড়িতে হামলা চালায়। ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী হত্যার বিষয়টি আন্তর্জাতিক নিন্দা করেছে। ভেনিজুয়েলা এবং দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীরাও ফখ্রিজাদের হত্যার নিন্দা জানিয়েছেন। জাতিসংঘে রাশিয়ার উপ-স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি বলেছেন যে সন্ত্রাসবাদী হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে সীমান্ত পেরিয়ে হয়েছিল।
No comments:
Post a Comment