নিজস্ব প্রতিনিধি, হুগলি, ৩০ জানুয়ারি : পিঠ বাঁচাতেই চন্দননগর পুলিশ কমিশনারের পদ থেকে পদত্যাগ করেছেন আইপিএস হুমায়ুন কবির।
শনিবার সন্ধ্যায় চুঁচুড়ায় রামমন্দির নির্মানের জন্যে অর্থ দান করে এভাবেই হুমায়ুন কবিরকে আক্রমন করলেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জী।
এদিন লকেট চ্যাটার্জী একান্ন হাজার টাকা রাম মন্দিরের জন্যে দান করেছেন বলে জানিয়েছেন পূর্ব ক্ষেত্রের বৌদ্ধিক প্রমুখ বলরাম দাস রায়।
এদিন সাংবাদিকের প্রশ্নের উত্তরে লকেট চ্যাটার্জী বলেন, চন্দননগর পুলিশ কমিশনার হুমায়ুন কবিরের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ রয়েছে। তাই নিজের পিঠ ও সম্পত্তি বাঁচাতে পদত্যাগ করেছেন।
পাশাপাশি তৃণমূল নেতাদের দিল্লি যাওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লকেট বলেন, অমিত শাহ জির বাংলার আসার কথা ছিল। কিন্তু, দিল্লিতে বিস্ফোরনের জন্যে তিনি আসতে পারেননি। তাই তিনি বাংলার তৃণমূল নেতাদের দিল্লিতে ডেকে নিয়েছেন।
এরপরই লকেট বলেন, এখন পা বাড়ালেই বিজেপি ছাড়া কিছু নেই। আমরা বলছি, তৃণমূলের ভালো নেতারা বিজেপিতে আসতে চাইলে তাদের স্বাগত।
No comments:
Post a comment