নিজস্ব প্রতিনিধি, হুগলি : বিধানসভা ভোটের দিনক্ষন ঘোষনা হওয়ার আগেই এবার বিজেপির প্রার্থীর নামে পোষ্টার পড়ল চন্দননগরে। বুধবার ঘটনাটি ঘটেছে চন্দননগর দুই ও তিন নম্বর রেল স্টেশনে। ওই পোষ্টারে বিজেপির রাজ্য সম্পাদক দিপাঞ্জন গুহুর নাম রয়েছে।
পোষ্টারে বলা হয়েছে, 'বিজেপির প্রার্থী দিপাঞ্জন গুহকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় যুক্ত করুন। আমরা দাদার অনুগামী'। সকাল সকাল এহেন ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে হুগলি জেলা জুড়ে। জেলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক চাপান উতোর। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যদিও তরিঘড়ি ওই পোষ্টার ছিঁড়ে ফেলা হয়েছে বলে খবর মিলেছে।
এতদিন দাদার অনুগামী বলে পোষ্টার পড়ত তৃণমূলে। কিন্তু, এবার উলট পুড়ান হল বিজেপিতে। এটা কি সড়যন্ত্র? না কি তৃণমূলের হাওয়া লাগল বিজেপির ওই দাদার অনুগামীদের মধ্যে? বিশ্বাস ও অবিশ্বাসের মধ্যেই বিজেপির হুগলি সাংগঠনিক জেলা আপাতত তপ্ত হয়ে উঠেছে। যদিও বিষয়টি নিয়ে বিজেপির নেতারা মুখে কুলুপ এটেছেন। তবে বিজেপির অধিকাংশ নেতারাই এই বিষয়ে কিছুটা হতবাক হয়ে গিয়েছেন।
যদিও দলের একাংশ নেতাদের দাবী, সম্প্রতি বিজেপির ওই নেতা চন্দননগর থেকে ভোটে দাড়াবার জন্যে অনেক দিন ধরেই খুটি সাজাচ্ছেন। সেই হেতু চন্দননগর বিধানসভা এলাকার ওই দাদার কিছু অনুগামী তৈরি হয়ে থাকলেও অবিশ্বাসের কিছু নেই। এবং সেই অনুগামীরাই অতি উৎসাহিত হয়েই এই ঘটনা ঘটিয়েছে কি না? সেটা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন দলের নেতা কর্মীদের একাংশ।
যদিও এই বিষয়ে বিজেপির ওই নেতা দিপাঞ্জন গুহ বলেন, আমরা কোনও দাদা কিম্বা দিদির অনুগামী নই। আমরা ভারত মাতার অনুগামী। এই ঘটনাটি তৃণমূলের লোকজন ঘটয়ে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে।
No comments:
Post a comment