নিজস্ব প্রতিনিধি, হুগলি : গঙ্গার ভাঙন রোধে সরকার যখন কাজ করছেন, ঠিক তখনই গঙ্গার ঘাটের ইতিহাস নিয়ে কাজ করা শুরু করলেন সুমন নাথ, রঞ্জন দাস, সুমন রাজমল্লর মতো তিন তরুণ তুর্কি।
৩০ শে জানুয়ারি বাবুগঞ্জ বকুলতলা ঘাটে ভাওয়াইয়া গান, আবৃত্তি, বাঁশি ও খেয়ালের সাথে এক অভিনব চিন্তাভাবনার মনোজ্ঞ আড্ডা উপহার দিলেন চিহ্ন থেকে ছিন্ন ঘাটের অধিকারী মশায় তপন সাহা।
ওয়াসিম রেজা কাপুর, শাঁওলি মিত্র, চিত্রশিল্পী নিখিলেশ দাস, বিরজু মহারাজ, কমিকস শিল্পী নারায়ণ দেবনাথের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও নীরবতা পালনের মধ্যে দিয়ে "চিহ্ন নিয়ে ছিন্ন ঘাট"এর আড্ডার শুরু হয়। অনুষ্ঠানে ঘাট নিয়ে বক্তব্য রাখেন মাননীয় শিক্ষাবিদ অশোক গঙ্গোপাধ্যায় , শিক্ষক শক্তিপদ ভট্টাচার্য্য, ইতিহাসবিদ বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় , শিল্পী স্বরুপ চক্রবর্তী, সমাজসেবক ইন্দ্রজিৎ দত্ত মহাশয় সহ নানান গুণীজনেরা।
ভাওয়াইয়া গান পরিবেশন করেন সুতপা পাহাড়ী, জয়িতা চ্যাটার্জী, খেয়ালে বিশ্বজিৎ ধর, বাঁশীতে অভিজিৎ দাশগুপ্ত ও অন্যান্যরা।
এই আড্ডায় বকুলতলা ঘাটের ইউটিউবটি প্রকাশ করেন চিহ্ন নিয়ে ছিন্ন ঘাটের অধিকারী মশায় তপন সাহা। যেখানে কথক-তায় জুড়ে আছেন পুনা থেকে বিখ্যাত নৃত্য শিল্পী শর্মিলা মজুমদার।
যেখানে পারিবারিক ইতিহাস মানুষ ভুলতে বসেছে, সেখানে ঘাট নিয়ে এমন কাজ কেন?
প্রশ্নের উত্তরে কোলাজ সম্রাট তপন সাহা জানান 'জন্ম থেকে মৃত্যুতে যেমন রজনীগন্ধা ফুলের প্রয়োজনীয়তা ঠিক তেমনি এই পবিত্র গঙ্গার ঘাটের ইতিকথাগুলো জেনে রাখার সাথে সাথে ইউটিউবের মাধ্যমে সকলকে জানিয়ে দেবার একটা চেষ্টা। কে জানে কে কখন কোন ঘাটে শরীর রাখে। ইতিহাস কথা বলবে ।
এদিন হাওড়া, উত্তর ২৪পরগনা ও হুগলি জেলার বিভিন্ন প্রান্তের প্রায় শ 'খানেক মানুষ উপস্থিত হয়েছিলেন এই মনোজ্ঞ আড্ডায়। বাইরের রাস্তায় উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
ছিন্ন ঘাটে তরণী সাজাতে, গঙ্গার ভাঙন রোধে এবং পরিবেশ সচেতনতা বাড়িয়ে তুলতে সংবেদ চন্দননগর এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন দিলীপ মিত্র। উৎসাহীদের গাছ উপহার দেন তিনি।
No comments:
Post a Comment