দেশজুড়ে চলা বিতর্কের মাঝেই এবার অগ্নিপথ প্রকল্পে (Agnipath Scheme) নিয়োগ নিয়ে বিস্তারিত ঘোষণা করল ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। রবিবার এই মর্মে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বায়ুসেনার তরফে। যেখানে উল্লেখ করা হয়েছে, বায়ুসেনা বিভাগে অগ্নিবীরদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য। রয়েছে আবেদনের বয়স, যোগ্যতা এবং নিয়োগ পদ্ধতির বিস্তারিত তথ্য। কোন কোন যোগ্যতা থাকলে বায়ুসেনায় অগ্নিবীর হতে পারবেন? কত বেতন হবে বায়ুসেনার অগ্নিবীরদের (Agniveer Indian Air Force)?
ভারতীয় বায়ুসেনার তরফে জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, এই অগ্নিবীররা কেবল চার বছরের জন্যই বায়ুসেনায় কাজ করতে পারবেন। তারপর আর তাঁদের সঙ্গে বায়ুসেনার কোনও যোগসূত্র থাকবে না।
বায়ুসেনায় অগ্নিবীর হতে কী কী যোগ্যতা লাগবে?
আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। সাড়ে ১৭ থেকে ২১ বছর বয়সীরা অগ্নিপথ প্রকল্পে বায়ুসেনা বিভাগে আবেদন করতে পারবেন। এর জন্য কিছু বিশেষ শারীরিক পরীক্ষার প্রয়োজন হবে। মেডিক্যাল পরীক্ষায় পাশ করলে তবেই মিলবে পরবর্তী ছাড়পত্র। একজন অগ্নিবীরকে বায়ুসেনা যে কোনও কাজে ব্যবহার করতে পারবে। বায়ুসেনার অগ্নিবীরদের ইউনিফর্মে থাকবে বিশেষ ব্যাজ। অগ্নিবীরদের জন্য পৃথক ব়্যাংক থাকবে। প্রয়োজন অনুযায়ী অগ্নিবীরদের ট্রেনিং দেওয়া হবে।
বায়ুসেনায় এই প্রকল্পের আওতায় নিযুক্ত জওয়ানদের 'ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যাক্ট ১৯৫০' অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। আগামী ২৪ জুন থেকে অগ্নিপথ প্রকল্পের অধীনে নিয়োগ শুরু হবে।
বায়ুসেনার তরফে প্রকাশ করা হয়েছে অগ্নিবীরদের মাসিক বেতনও। যেখানে উল্লেখ করা হয়েছে, প্রথম বছর অগ্নিবীররা পাবেন ৩০ হাজার টাকা বেতন। হাতে পাবেন ২১ হাজার টাকা। দ্বিতীয় বছরের বেতন ৩৩ হাজার। হাতে আসবে ২৩ হাজার ১০০ টাকা। তৃতীয় বছরে বেতন বেড়ে দাঁড়াবে ৩৬ হাজার ৫০০ টাকা। হাতে আসবে ২৫ হাজার ৫০০ টাকা। চতুর্থ অর্থাৎ শেষ বছরে অগ্নিবূরদের বেতন ৪০ হাজার টাকা। হাতে পাবেন ২৮ হাজার টাকা।
No comments:
Post a Comment