মাঝ আকাশে ঝুলন্ত অবস্থায় যাঁরা রুদ্ধশ্বাস প্রহর গুনছিলেন, তাঁদের মধ্যে দু'জন প্রবীণ নাগরিক ও চার জন মহিলা ছিলেন বলে জানা গিয়েছে। রোপওয়ে বিভ্রাটের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। উদ্ধারকাজ শেষের পরে তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন।
জানা গিয়েছে, এ দিন দুপুরে হিমাচলপ্রদেশের সোলান জেলায় কৌশল্যা নদীর উপর দিয়ে যাওয়া পারওয়ানুর রোপওয়ে মাঝ আকাশে হঠাৎ বিকল হয়ে যায়। খুব সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণেই। এই রোপওয়েটি 'টিম্বার ট্রেল' রিসর্টের অন্তর্গত এবং অত্যন্ত জনপ্রিয়। ১৯৯২ সালে টিম্বার ট্রেল রিসর্টের রোপওয়েতেই এ ভাবে মাঝ আকাশে আটকে গিয়েছিলেন ১১ জন যাত্রী। সেনা ও বায়ু সেনা যৌথ অভিযান চালিয়ে তাঁদের মধ্যে ১০ জনকে উদ্ধার করলেও এক জনের মৃত্যু হয়।
এ দিন তাই রোপওয়ে বিভ্রাটের পুনরাবৃত্তিতে বিরানব্বইয়ের স্মৃতিও ফিরে আসে। তবে কেবল কার মাঝপথে বিকল হতেই তড়িঘড়ি পর্যটকদের উদ্ধারকাজে নামে স্থানীয় পুলিশ। পরে এসে যোগ দেয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। হেলিকপ্টার যায়। অন্য লাইন দিয়ে পৌঁছে যায় উদ্ধারকারী কেবল কারও। ভাইরাল ভিডিয়োতে দেখি গিয়েছে, কী ভাবে হারনেসের সাহায্যে কৌশল্যা নদীর উপত্যকায় পাহাড়ের গায়ে একে-একে নামানো হচ্ছে পর্যটকদের।
No comments:
Post a Comment